বুড়িচংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উদযাপন
Published : Thursday, 29 September, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং ||
উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
গতকাল ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে বুড়িচং উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পালিত হয়।
বুড়িচং উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে দিবসের শুরুতে আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আবুল হাসেম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার। বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান চেয়ারম্যান, শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, মো. নেওয়াজ আলী সর্দার, ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, ষোলনল ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দীন মানিক, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, বুড়িচং সদর ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাজেদ মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. কামাল উদ্দীন, যুবলীগ
নেতা ডা. লিল মিয়া । পরে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ
হাসিনার শেখ হাসিনার ৭৬ তম জন্ম বার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বুড়িচং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রলীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন এবং সর্বশেষ কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের যবনিকা টানা হয়।
এসময় উপস্থিত ছিলেন তোফায়েল আহাম্মদ মেম্বার, মো. জসিম উদ্দীন রাজাপুর, ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দীন সাধারণ সম্পাদক সুমন, আশ্রাফ সহ বুড়িচং উপজেলার ৯ ইউনিয়নের ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।