ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবির মুক্তমঞ্চে মঞ্চস্থ হলো 'ইনডেমনিটি' নাটক
Published : Thursday, 29 September, 2022 at 12:00 AM
সাঈদ হাসান, কুবি ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র নাট্য সংগঠন থিয়েটারের আয়োজন ‘ইনডেমনিটি’ নাটক মঞ্চায়ন হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধা ৭টায় থিয়েটারের পরিবেশনায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নাটকটি মঞ্চায়ন করা হয়। নাটকটির রচয়িতা মান্নান হীরা, নির্দেশনায় তামিম আল হাসান এবং পুনঃনির্দেশনায় ছিলেন মোহন চক্রবর্তী।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঐসময় হত্যাকারীদের বাঁচাতে সেই বছরের ২৬ সেপ্টেম্বর জারি করা হয়েছিল বিতর্কিত ইনডেমনিটি অধ্যাদেশ। সেই অধ্যাদেশকে ঘিরেই এর কাহিনী নির্মিত।
এসময় নাটক মঞ্চায়ন শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। যাতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দীকী, ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক ড. মোহাম্মদ হাবিবুর রহমান, থিয়েটার কুবির উপদেষ্টা মোহাম্মদ আইনুল হক, এন এম রবিউল আউয়াল চৌধুরী, আব্দুল্লাহ আল মাহমুদ এবং কুমিল্লা জেলা কালচারাল অফিসার আয়াজ মাহমুদ।
এসময় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমি নিজে ৭৫ সালের পরে এই ঘটনা গুলো দেখেছি। আজকে এই নাটকটি দেখার পর সেই সময়ের ঘটনা গুলো আবার মনে পড়লো। কিভাবে বাংলাদেশকে পাল্টে দেয়া হয়েছিলো, কিভাবে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, কিভাবে স্বাধীনতা বিরোধী গোলাম আজম, শাহ আজীজ কে দেশে পুনর্বাসিত করা হয় তার সবকিছুই এখানে অত্যন্ত সুস্পষ্ট ভাবে প্রদর্শিত হয়েছে।
তিনি আরো বলেন, ১৯৭৯ সালের ২৬ সেপ্টেম্বর এই বিতর্কিত অধ্যাদেশটিকে অ্যাক্টে পরিণত করে একটি দল। যারা নিজেদেরকে আবার পরিচয় দেয় মুক্তিযুদ্বের পক্ষের শক্তি বলে। সেই শক্তি আসলে কাদেরকে নিয়ে দেশ পরিচালনা করেছিলো সেই মেসেজটিও এখানে ফুটে উঠেছে।
প্রসঙ্গত, এটি থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৯ম প্রযোজনা এবং এই নাটকটির ২য় প্রদর্শনী।