কুবিতে শেখ হাসিনার জন্মদিনে চিত্র প্রদর্শনী
Published : Thursday, 29 September, 2022 at 12:00 AM
সাঈদ হাসান, কুবি ||
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন উপলক্ষে 'শেখ হাসিনার সংগ্রামী জীবন' শীর্ষক চিত্র প্রদর্শনী করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু পরিষদের (কাজী ওমর-জাহিদ) একাংশ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে এ পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। এসময় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি কাজী ওমর সিদ্দিকী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. জাহিদ হাসান, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম শেখ, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হলে প্রাধ্যক্ষ জিল্লুর রহমান, শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ সাহেদুর রহমান, কর্মকর্তা পরিষদের সভাপতি আবু তাহের, তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. মহসিন, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি সাইফুল ইসলাম, কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বঙ্গবন্ধু পরিষদের একাংশের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় উপাচার্য অধ্যাপক ড. আবদুল মঈন বলেন, বর্তমানে বাংলাদেশ এমন একটি পর্যায়ে আসার পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অপরিসীম। তাই আমরা তার নেতৃত্ব দীর্ঘদিন প্রত্যাশা করি।