ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ এক মাদককারবারী গ্রেফতার
Published : Thursday, 29 September, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ ইমান হোসেন ইমন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৮ সেপ্টেম্বর সকালে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর (পূর্বপাড়া) এলাকার মালেক মেম্বারের বাড়ির সামনের ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গলগামী পাকা রাস্তার উপর হতে ইমান হোসেন ইমনকে (৩১) গ্রেফতার করে। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত ইমন উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বুড়িচংয়ে পীরযাত্রাপুর ইউনিয়ন
সামাজিক সম্প্রীতি কমিটি সভা
নিজস্ব প্রতিবেদক।। আসন্ন দুর্গা পূজা মণ্ডপের নিরাপত্তাকে কেন্দ্র করে এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে সামাজিক সম্প্রীতি কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের।
সমন্বয়কারী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি উপসহকারী প্রাণী কর্মকর্তা ডা মোঃ জয়নাল আবেদীন, আইনশৃঙ্খলা বাহিনী সদস্য হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং থানার এস আই মোঃ আব্দুল জবাব, কমিটির সদস্য সচিব ও ইউপি সচিব হিসেবে বক্তব্য রাখেন আবুল মন্সুর মজুমদার রাজীব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর প্রতীক সুবেদার গাজী সরু মিয়া মেম্বার, সুধীজনের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ কামাল উদ্দিন, যুবলীগ নেতা মাহাতাবুর রহমান ভূইয়া মেম্বার, সাবেক প্যানেল চেয়ারম্যান সুলতান আহমদ মুন্সি, প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হক, অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শহীদ উল্লাহ আনসার, সুপার মাওলানা সফিকুর রহমান ভূইয়া, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান ভূইয়া, প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান ভূইয়া জীবন, মাওলানা মোঃ রেজাউল করিম খান, মাওলানা হাফেজ আবুল খায়ের, মন্দির কমিটির প্রতিনিধি খোকন চন্দ্র সূত্র ধর, রবীন্দ্র চন্দ্র সূত্র ধর, নারী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ছালমা আক্তার, ইউপি সদস্য যথাক্রমে জামাল হোসেন, ডা নজরুল ইসলাম, শেফাউল করিম, জসিম উদ্দিন, আতিকুর রহমান আবুল, তোফাজ্জল হোসেনন, জয়নাল আবেদীন, রুমা আক্তার, আছমা আক্তার ও রেহেনা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের বলেন,পূজা মণ্ডপে গ্রাম পুলিশ মোতায়েন করা হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল ধরনের ব্যবস্থা করার জন্য তিনি আশ্বাস দেন।