লাকসামে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
Published : Thursday, 29 September, 2022 at 12:00 AM
লাকসাম প্রতিনিধি।।প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে লাকসাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল বিকেলে লাকসাম উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, মিলাদ, কেক কটা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. ইউনুস ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক এড. মোঃ রফিকুল ইসলাম হিরা, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, আবুল কালাম, পৌরসভার মেয়র যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়ের, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, কাউন্সিল খলিলুর রহমান , গোলাম রাব্বানী, আব্দুল আজিজ, শাহজাহান মজুমদার, এড মাসুদ ইকবাল, আবু ছায়েদ বাচ্চু, সাবেক কাউন্সিলর আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, আবুল হোসেন ননী, মোশাররফ হোসেন মজুমদার, অধ্যাপক গোলাম কিবরিয়া সুমন, সাখাওয়াত হোসেন, আব্দুর রব মজুমদার, তফাজ্জল হোসেন, আনিসুর রহমান কাঞ্চন, মনোয়ারা সুলতানা মুন্নী, মনোয়ার হোসেন,সাইফুল ইসলাম টুটুল, মাসুদ পারভেজ রনি, শিহাব খান, উপজেলা ছাত্র লীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে আনন্দ শোভাযাত্রা দলীয় কার্যালয় থেকে বের হয়ে লাকসাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় এসে শেষ হয়।