ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় ছিনতাইকারী আটক ছিনতাইকৃত অটো রিকশা উদ্ধার
Published : Thursday, 29 September, 2022 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলা আদমসার এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিক্সাসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বরুড়া থানা পুলিশ।
জানা গেছে, আদমপুর থেকে বিয়ের বাজার করার জন্য অটোরিকশা ভাড়া নিয়ে নিমসার বাজার রওনা হয়। কিছু দূর যাওয়ার পর আদমসার সীমানায় অটোচালক জুয়েলকে ছিনতাইকারীরা লাথি মেরে ফেলে দেয়।
পরে তার চিৎকার শুনে স্থানীয় জনতা তাদেরকে করে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ অটোরিক্সা উদ্ধার করে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলো দেবিদ্ধার থানার ধামতি এলাকার বাসিন্দা শামীম (৩৫) ও নূরজাহান ওরফে মাহিনুর (৪০)।
এ ঘটনায় অটোচালক মোঃ জুয়েল বাদী একটি লিখিত এজাহার দায়ের করেন।
এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। এবং তাদেরকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।