ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চিকিৎসকের কাছে যাওয়ার পথে নারীর মৃত্যু, স্বামী-সন্তান হাসপাতালে ভর্তি
Published : Wednesday, 1 June, 2022 at 3:16 PM
চিকিৎসকের কাছে যাওয়ার পথে নারীর মৃত্যু, স্বামী-সন্তান হাসপাতালে ভর্তিরংপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বিথী বেগম (২২) নামে এক গৃহবধূ মারা গেছেন। এ ঘটনায় আহত ওই গৃহবধূর স্বামী মাহমুদ শাহ রফিক (২৭) ও তিন মাস বয়সী ছেলে রাইয়ান আফসান মনজিলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার পাইকান হাজীপাড়া এলাকার মাহমুদশাহ রফিক তার স্ত্রী বিথি ও ছেলে রাইয়ানকে নিয়ে চিকিৎসককে দেখানোর জন্য মোটরসাইকেলযোগে রংপুর শহরে যাচ্ছিল। বড়াইবাড়ি-গঙ্গাচড়া সড়কের কুটিরপাড়া পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তায় তারা এলে একটি ছাগলকে সাইড দিতে গিয়ে ওই রাস্তায় দাঁড়ানো ট্রাকের পেছনের চাকায় ধাক্কা দেয় মোটরসাইকেলটি।

মোটরসাইকেলের গতি বেশি থাকার কারণে ঘটনাস্থলেই বিথী মারা যান। রাস্তায় ছিটকে পড়ে যান রফিক ও তার নবজাতক। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন বলেন, বিথী নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতদের স্বজনদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।