ভারতের জনপ্রিয় কণ্ঠ শিল্পী হিসেবে খ্যাত কৃষ্ণকুমার কুন্নাথ। যিনি সবার কাছে কেকে নামেই পরিচিত। যার কণ্ঠের মুধরতায় ডুবে থেকেছে কোটি কোটি মানুষ। গতকাল আকস্মিকভাবেই তিনি চলে গেলেন না ফেরার দেশে। তার এমন মৃত্যুতে শোকার্ত হয়ে পড়েছে ভারতের ক্রিকেট দুনিয়া।
৫৩ বছর বয়সী এই তারকা শিল্পীর মৃত্যুর খবর শোনার পর থেকেই শোকাতুর হয়ে পড়েন সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলে, যুবরাজ সিংহসহ বর্তমান ক্রিকেটার বিরাট কোহলিও।
কুম্বলে তার টুইটারে কেকে’র পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘কেকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার পরিবার ও বন্ধুদের প্রতি রইলো সমবেদনা।’
অনেকটা আকস্মিকভাবেই মৃত্যু হয়েছে কেকে’র। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গাইতে এসে অসুস্থ হয়ে পরে মারা যান তিনি। ফলে তার মৃত্যুর খবরটা স্বাভাবিকভাবে নিতে পারেননি অনেকে। সেই দলে রয়েছেন সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংহও। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন, ‘জীবন খুবই অনিশ্চিত ও নশ্বর। কেকের মর্মান্তিক মৃত্যু খুবই দুঃখজনক খবর। সৃষ্টিকর্তা তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।’
সাবেক অধিনায়ক বিরাট কোহলিও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। লিখেছেন, ‘আমাদের সময়ের দুর্দান্ত একজন গায়ককে হারালাম এবং সেটা খুব আকস্মিকভাবে। তার পরিবার ও কাছের মানুষদের প্রতি রইলো সমবেদনা।’