চান্দিনায় বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
Published : Saturday, 28 May, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
শুক্রবার (২৭ মে) বেলা ১১টায় ৯৩ লক্ষ টাকা ব্যয়ে পাঁচ কক্ষ বিশিষ্ট উপজেলার আটচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন তিনি।
আটচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মোশারফ হোসেন বাবুল এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, বরকরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম শিপন, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, গল্লাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম চেয়ারম্যান দর্জি, দোল্লাই নবাবপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ।