ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বার্ডের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বার্ড বাংলাদেশের পল্লী উন্নয়নে সূতিকাগার
Published : Saturday, 28 May, 2022 at 12:00 AM
গতকাল শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বার্ডের ময়নামতি অডিটেরিয়ামে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বার্ডের সম্মানিত মহাপরিচালক মোঃ শাহজাহান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বার্ডের সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক মোঃ সফিকুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বার্ড বাংলাদেশের পল্লী উন্নয়নে সূতিকাগারের ভূমিকা পালন করেছে। বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সারা বাংলাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। বর্তমান এলজিইডি, উপজেলা কমপ্লেক্স, বিএডিসি বার্ডের সফল কর্মসূচির ফসল। আধুনিক কৃষি বিপ্লবে বার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ালোচনা সভায় মঞ্চে আরো উপবিষ্ট ছিলেন বার্ডের পরিচালক (প্রশাসন) মিলন কান্তি ভট্টাচার্য্য আলোচনা সভার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ম্যুরাল এবং বার্ডের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ড. আখতার হামিদ খানের ম্যুরালে বার্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা এবং বিশেষ মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। বিকাল সাড়ে ৩টায় বার্ডের ময়নামতি অডিটরিয়ামে লোকজ সংগীতানুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বাদ জুমা বার্ডের সমৃদ্ধি কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একাডেমিতে বর্ণিল আলোকসজ্জা করা হয়।