
কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা
রেলওয়ে স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তেল বোঝাই কনটেইনার ট্রেনের
চাকা লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) দিবাগত রাত ১১টার দিকে রেল
স্টেশনের অদূর শাসনগাছা রেলগেইটে ট্রেনের নবম বগির চারটি চাকা লাইনচ্যুত
হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১১টায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ঢাকা ও সিলেট থেকে চট্টগ্রামগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তবে রেলওয়ে পুলিশ জানিয়েছে, ডাবল লেনের অপর একটি লাইন সচল থাকায় চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটগামী ট্রেন চলাচল করতে পারবে।
রাত
১২টার দিকে এ বিষয়ে যোগাযোগ করা হলে কুমিল্লা জেলা রেলওয়ের প্রকৌশলী
বিভাগের প্রধান মোরসালিনুল রহমান বলেন, কি কারণে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে
সেটা খোঁজ নেওয়া হচ্ছে। আশা করছি ঘন্টাখানেকের মধ্যে লাইনচ্যুত হওয়া
ট্রেনটির উদ্ধার কাজ শেষ হবে।