ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা সিটি নির্বাচন:
সরে দাঁড়ালেন ইমরান খান
Published : Friday, 27 May, 2022 at 12:00 AM, Update: 27.05.2022 12:43:06 AM
সরে দাঁড়ালেন ইমরান খাননিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মেয়র প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান। দলের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতকে সমর্থন দিয়ে বৃহস্পতিবার (২৬ মে) বিকাল সাড়ে ৪টায় মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন তিনি।
মনোনয়ন প্রত্যাহারের আগে বিকাল তিনটার দিকে কুমিল্লা চেম্বার অব কমার্সে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মাসুদ পারভেজ খান ইমরান। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাকে ডেকে নিয়ে যে নির্দেশনা দিয়েছেন তা-ই আমি মানছি। নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।
এসময় তিনি আরো জানান, তিনি এখন থেকে আনুষ্ঠানিক ভাবে নৌকার পক্ষে কাজ করবেন। তিনি তার নেতাকর্মীদেরও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দেন।
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান কুমিল্লার বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আফজল খানের পুত্র এবং সংরক্ষিত সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার ভাই। কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ১৪ জনের মধ্যে মাসুদ পারভেজ খান ইমরানও ছিলেন একজন। দলীয় মনোনয়ন না পেয়ে নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনা আসেন ইমরান। পরে দলের হাইকমান্ডের নির্দেশে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি।
এক প্রশ্নের জবাবে ইমরান বলেন, আমি এবং আমার পরিবার দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। কুমিল্লার রাজনীতিতে আমার পরিবারের সুনাম রয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একমাত্র অভিভাবক। তাঁর কথা অমান্য করার সাহস ও ইচ্ছা আমাদের নেই। তাই আমি তাঁর নির্দেশ মেনে নিলাম।
কুমিল্লা সিটি নির্বাচনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী জানান, মনোনয়নপত্র প্রতাহারের শেষ দিন বৃহস্পতিবার মোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে মেয়র পদে ১ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১০ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে। শুক্রবার (২৭ মে) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।