ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আওয়ামী লীগ প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
Published : Friday, 27 May, 2022 at 12:00 AM, Update: 27.05.2022 12:41:21 AM
আওয়ামী লীগ প্রার্থী রিফাতের নির্বাচন পরিচালনা কমিটি গঠননিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে আহবায়ক করে গঠিত ৪১ সদস্যের এই নির্বাচন পরিচালনা কমিটিতে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরাও রয়েছেন। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিব প্রসাদ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।  
নির্বাচন পরিচালনা কমিটিতে ৪ জন যুগ্ম আহবায়ক হলেন: ডা. বাকী আনিছ,আবদুল আলীম কাঞ্চন,আবিদুর রহমান জাহাঙ্গীর ও আতিকুল্লাহ খোকন।
সদস্যরা হলেন : কাজী আবুল বাশার, গোলাম মাওলা জসিম, নাজমুল হাসান রোমেন (জেলা ক্রীড়া সংস্থা),ডা.তাহসিন বাহার সূচনা, ডা. মোরশেদুল আলম (স্বাচিপ),আমিনুল ইসলাম (ব্যবসায়ী ফেডারেশন), অধ্যক্ষ জহিরুল আলম ( শিক্ষক সমিতি), শেখ জহির, বশিরুল আনোয়ার (সাংস্কৃতিক জোট), আবদুল হান্নান, আবদুল হাই বাবলু, চিত্তরঞ্জন ভৌমিক, আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, এড. আমিনুল ইসলাম টুটুল, মো. হাসান খসরু, মো. হেলাল উদ্দিন, মিজানুর রহমান ইরান,আলী মনসুর ফারুক,এড.আমজাদ হোসেন, এড.সৈয়দ নুরুর রহমান,শেখ ফরিদ আল ফাত্তাহ, এড. ফাহমিনা জেবিন, খোরশেদ আলম (কৃষক লীগ), এম এ কাইয়ুম,মঞ্জুর কাদের মনি, রায়হান আহমেদ,ইকবাল হোসেন বাহালুল, সোহেল হায়দার, আহাম্মেদ নিয়াজ পাবেল,জহিরুল ইসলাম রিন্টু, তাহমিনা বেগম (যুব মহিলা লীগ), আনিসুর রহমান (সমন্বয় পরিষদ), মো. জহিরুল ইসলাম, মো.সাইফুল ইসলাম, আব্দুল আজিজ সিয়ানুক, কাজী সায়েম।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে আহবায়ক ও যুগ্ম-আহবায়ক বৃন্দ প্রয়োজনীয় সংখ্যক সদস্য কো-অপ্ট করিতে পারবেন।
শুক্রবার প্রতীক বরাদ্ধের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। প্রচারণার প্রথম দিন বাদ আসর মিলাদ মাহফিল শেষে বিকাল ৫ টায় নগরীর সকল ওয়ার্ডে একযোগে নৌকার সমর্থনে মিছিলের কর্মসূচি রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।