Published : Friday, 27 May, 2022 at 12:00 AM, Update: 27.05.2022 12:41:15 AM

নিজস্ব প্রতিবেদক:
এমপি
বাহার বলেছেন, এটা নজরুলের কুমিল্লা, ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লা, শীচন
দেববর্মণের কুমিল্লা, নওয়াব ফয়জুন্নেছার কুমিল্লা। এদেশের স্বাধীনতা এনে
দিয়েছেন বঙ্গবন্ধু, এটা বঙ্গবন্ধুর কুমিল্লা। এখানে কোনো সাম্প্রদায়িকতা
থাকবে না। কুমিল্লা হবে সাম্য ও সম্প্রীতির শহর।
গতকাল কুমিল্লায় জাতীয়
পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপনের ২য়
দিনে প্রধান অতিথির বক্তবে রাখেন কুমিল্লা সদর আসনে সংসদ সদস্য ও মহানগর
আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এ কথা বলেন।
কুমিল্লা
জেলা প্রশাসনের আয়োজনে ও সৃংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়
অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখেন নজরুল গবেষক ও কবি নজরুল ইন্সটিটিউট
নির্বাহী পরিচালক মোঃ জাকীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদ
প্রশাসক এডমিরাল (অব) আবু তাহের। কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম
বার, কবি নজরুল আলোচক ছিলেন লেখক ও গবেষক ড.আলী হোসেন চৌধুরী, সাবেক
অধ্যাপক ও নজরুল গবেষক আনোয়ারুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।