যাত্রাপুরে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
Published : Friday, 27 May, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান,মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগরে ২০২১-২০২২ অর্থবছরে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল, মসলা বীজ উৎপাদন, সংরক্ষন এবং বিতরন প্রকল্পের প্রদর্শনীর “মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন” অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে অত্র এলাকার কৃষাণ-কৃষাণির উপস্থিতে যাত্রাপুর আশ্রায়ন প্রকল্পের পাশে খেলার মাঠে ওই “মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন” অনুিষ্ঠত হয়।
উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগের সভাপতিত্বে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) কৃষিবিদ মো. গোলাম রায়হান।
উপসহকারী কৃষি অফিসার সাইদুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুরাদনগর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ, সহকারী কৃষি সম্প্রসারন অফিসার আলাউদ্দিন, উপসহকারী কৃষি অফিসার সাম মিয়া ও কৃষক মোসলেম মোল্লা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ফয়জুল ইসলাম ফয়সাল, সার-বীজ ও কীটনাশক ডিলার আব্দুস ছালাম ভূইয়া সেলিম, ইউপি সদস্য বাবুল দেবনাথ, আল-আমিন, সংরক্ষিত আসনের মহিল মেম্বার তাছলিমা আক্তার, কৃষক আলমগির, জসিম মিয়া ও শাহআলম প্রমুখ। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল জলিল মোল্লা।