শিশুদের স্বাস্থ্য ও মনন বিকাশে খেলাধূলা সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে
Published : Friday, 27 May, 2022 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
কোমলমতি শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষাদান নিশ্চিত করার পাশাপাশি পারিবারিক শিষ্টাচার, মানবিকতা, দেশপ্রেম এবং তাদের স্বাস্থ্য ও মনন বিকাশে খেলাধূলা- সাহিত্য- সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে।
বৃহস্পতিবার বিকেলে দেবীদ্বার উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে, উপজেল পরিষদ মাঠ প্রাঙ্গনে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ ওই বক্তব্য তুলে ধরেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে এবং আবুল বাসার খান ও নাজমুল হাসান’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা গ্রুপের নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক-উন-নবী তালুকদার, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মান্নান।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, আ’লীগ নেতা মোঃ লুৎফর রহমান বাবুল, পৌর সহায়ক সদস্য মোঃ মজিবুর রহমান, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, সহকারী শিক্ষা অফিসার মোঃ জামাল হোসেন ভূইয়া, প্রধান শিক্ষক রাহেলা বেগম মজুমদার, মোঃ কামরুজ্জামান ভূইয়া, তাসলিমা আক্তার সাথী ও সহকারী শিক্ষক খাইরুল আলম প্রমুখ।