ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যাত্রীর পেট থেকে বের হলো ৩ স্বর্ণের বার
Published : Thursday, 26 May, 2022 at 12:00 AM
ভারতে পাচারকালে যশোরের বেনাপোল আন্তর্জাতিক কাস্টমস চেকপোস্ট থেকে স্বর্ণের বারসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫ মে) সকালে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলোÍশরীয়তপুরের পালন থানার সোলপাড়া গ্রামের নূরুজজামানের ছেলে মো. ফাহাদুজজামান এবং তার সহযোগী একই এলাকার কাসেম খানের ছেলে নানটু।
বেনাপোল কাস্টমসের কমিশনার আজিজুর রহমান বলেন, ??‘গোপন খবরে জানতে পারি, দুই পাচারকারী পেটের ভেতর অবৈধভাবে স্বর্ণের একটি চালান নিয়ে ভারতে পাচার করবে। এই খবরে শুল্ক গোয়েন্দার সদস্যরা অভিযান চালিয়ে দুই পাসপোর্টযাত্রীকে আটক করেন।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্সে-রে করে একজনের পাকস্থলী থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’