মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা
Published : Thursday, 26 May, 2022 at 12:00 AM
আবুল কালাম আজাদ।
মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা গতকাল সংগঠনটির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল হোসেন চেয়ারম্যানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয়ের উন্নয়ন সমন্বয়কারী ও উপজেলা যুবলীগের অন্যতম নেতা মোঃ কামাল হোসেন।
বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুর রহমান, আবুল বাশার, শাহীন জিয়া, জানে আলম, আমির হোসেন, এম এইচ নোমান, মহিন উদ্দিন, মাসুদ আলমসহ উপজেলা ও ১১টি ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ অতীতের যে কোন সময়ের চেয়ে শক্তিশালী ও সুশৃঙ্খল। আমাদের প্রিয় নেতা মাননীয় এলজিআরডি মন্ত্রীর সার্বিক নির্দেশনায় আমাদের এ অগ্রযাত্রা ও সফলতা। ইনশাআল্লাহ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে মনোহরগঞ্জ উপজেলা যুবলীগ বদ্ধপরিকর ও প্রস্তুত।
বক্তারা বলেন, গত কয়েকদিন থেকে বিএনপি দেশে শান্ত পরিবেশকে অশান্ত পরিবেশ তৈরি করার যে ষড়যন্ত্র করার চেষ্টা চালিয়েছে। মনোহরগঞ্জ উপজেলা যুবলীগ এ জাতীয় ষড়যন্ত্রের জবাব দিতেও প্রস্তুত রয়েছে।
পরে ১১টি ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্ধিত সভার তারিখ ও সময় ঘোষণা করা হয়। উক্ত সভাগুলো সুন্দর ভাবে শেষ করতে সংগঠনের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।