ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের কমিটি পুনর্গঠন
Published : Tuesday, 24 May, 2022 at 12:00 AM
কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক সাধারণ সভা বুড়িচং পানসী হোটেলে অনুষ্ঠিত হয়। গত শুক্রবার ২০ মে অনুষ্ঠিত এ সভায়  সর্বসম্মতিক্রমে এড. আবদুল আলীমকে  সভাপতি আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক, মো. সৌরভ মাহমুদ হারুন এবং মো. ইসমাইল নয়নকে সাংগঠনিক সম্পাদক ও মো. সাখাওয়াত হাফিজকে নির্বাহী সদস্য নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা  প্রেস ক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন- সহ-সভাপতি মো. সানওয়ারুল ইসলাম খাঁন দিপক, প্রফেসর রেজাউল করিম, মো. বিল্লাল হোসেন সরকার, মো. অপু খাঁন চৌধুরী, যুগ্ম সম্পাদক প্রভাষক এম.এ হান্নান রোকন, রেজাউল হক শাকিল, আইন বিষয়ক সম্পাদক এড. শাহজাহান,  অর্থ বিষয়ক সম্পাদক জিএম নজরুল ইসলাম, আইসিটি বিষয়ক সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক মো. শামীম হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. শরীফ খাঁন আকাশ, দপ্তর সম্পাদক মো. এনামূল হক মাসুদ। নির্বাহী সদস্য সম্পাদক মো. সাখাওয়াত হাফিজ, মো. জয়নাল আবেদীন, আবদুল মোমেন, মশিউর রহমান সোহাগ, সদস্য যথাক্রমে মো. আমজাদ হোসেন, মো. আলাউদ্দীন, রিপন, মো. বিল্লাল হোসেন প্রমুখ। সভা শেষে সকল সাংবাদিকরা এক ফটো সেশনে মিলিত হন।