"ডিজিটাল যুগে পরিমাপ" এই প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লায় মেট্রোলজি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি লক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক খোদেজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কুমিল্লা জেলা সভাপতি ও বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক ডক্টর ওয়ালী উল্লাহ ।