কুমিল্লায় বিআরটিসি বাস থেকে ছিটকে পড়ে এক শিশু নিহত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার পারুয়ারায় এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। শিশুটি ওই বাসের সহকারী ( হেলপার) ছিলো বলে জানা গেছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
স্থানীয়রা জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা এলাকায় বিআরটিসি (ঢাকা-গ ১১-৬৮১২) বাসের এক শিশু হেলপার দ্রুত গতির কারণে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহতের বয়স আনুমানিক ১২ বৎসর।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি জানান, খবর পেয়ে থানার এসআই আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।