লালমাইয়ে নবাগত ইউএনও’র মতবিনিময়
Published : Tuesday, 24 May, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাইয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফোরকান এলাহি অনুপম ।
সোমবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
গত ২২ মে আনুষ্ঠানিকভাবে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর দায়িত্ব গ্রহণ করেন মো: ফোরকান এলাহি অনুপম। তার আগে এই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন সাজিয়া আফরোজ ।
মতবিনিময় সভায় নবযোগদানকৃত ইউএনও উন্মুক্ত আলোচনার মাধ্যমে উপজেলার সমস্যা ও সম্ভাবনার বিষয় গুলো নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা করেন।
তিনি এ উপজেলাকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি মুক্ত করে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমকর্মী সহ সকলের সহযোগিতা কামনা করেন।
ইউএনও বলেন, রাজনৈতিক ও গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা পেলে লালমাই উপজেলা হবে দেশের সেরা, উন্নত ও সমৃদ্ধ উপজেলা। সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাস, মাদক ও দুর্নীতি হটিয়ে লালমাইকে বিশ্বসেরা অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির স্বপ্নের একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ কামরুল হাসান, হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইলিয়াস কাঞ্চন, ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সর্দার হোসেন আলী হাই স্কুল প্রধান শিক্ষক কাজী মনিরুজ্জামান,বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন মজুমদার, জামিরা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান মজুমদার।