ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন
সভাপতি মোঃ গিয়াস, সাধারণ সম্পাদক সুমন
Published : Saturday, 7 May, 2022 at 12:00 AM, Update: 07.05.2022 12:52:46 AM
বুড়িচং উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদননিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার বুড়িচং উপজেলার ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র লীগ । গত ১ লা মে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র লীগের সভাপতি আবু তৈয়ব অপি এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলএর যৌথ স্বাক্ষরীত বুড়িচং উপজেলার নতুন কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক হাসান আহাম্মদ সুমন। কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদিত নতুন কমিটি কে আগামী ১৫ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়। অনুমোদিত এ কমিটি আগামী এক বছরের জন্য কার্যকর করা হয়েছে।
এদি নতুন এ কমিটি কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা - ৫ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আবুল হাসেম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম খোকন, উপজেলা ছাত্র লীগের সাবেকসহ-সভাপতি হাজী মোঃ বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান। এছাড়া বিভিন্ন মহল থেকে নব গঠিত কমিটি কে স্বাগত ও অভিনন্দন জানানো অব্যহৃত রয়েছে।