ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
Published : Saturday, 7 May, 2022 at 12:00 AM, Update: 07.05.2022 12:52:36 AM
লালমাইয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যুপ্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাইয়ে জমির ফসল দেখতে গিয়ে আবু তাহের আবু (৪০) নামে কৃষক বজ্রপাতে ব্যক্তি নিহত হয়েছেন।  শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের মাতাইনকোট পূর্বপাড়ায় ফসলি জমির মাঠে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের মাতাইনকোট গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয়রা জানায়, আবু প্রতিদিনই তার নিজের জমিতে বোরো ধানের ফসল দেখতে মাঠে যান। প্রতিদিনের মতো শুক্রবারেও তিনি জমিতে গেলে হঠাৎ কাল বৈশাখী ঝড় বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পরই বজ্রপাতে তার মৃত্যু হয় ।
পেরুল উত্তর ইউপির সাবেক চেয়ারম্যান ওই গ্রামের আবুল হাশেম মজুমদার জানান, আমার গ্রাম মাতাইনকোট বজ্রপাতে একজন কৃষক মারা গেছেন। এই খবর পেয়ে আমি তার বাড়িতে যাই এবং ঘটনার সত্যতা জানতে পারি।