ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে ২ ইউপি নির্বাচন ১৫ জুন
Published : Saturday, 7 May, 2022 at 12:00 AM, Update: 07.05.2022 12:52:06 AM
দেবীদ্বারে ২ ইউপি নির্বাচন ১৫ জুন এবিএম আতিকুর রহমান বাশার ঃ
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১২ নং ভানী ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ১০ নং গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ’র ৮ নং ওয়ার্ড’র সাধারন সদস্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জুন এই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে সংঘর্ষে এক স্বতন্ত্র প্রার্থী নিহত হওয়ায় ভানী ইউনিয়ন পরিষদে সব পদে ও গুনাইঘর দক্ষিন ইউপির ৮নং ওয়ার্ডের সাধারন সদস্য প্রার্থী অসুস্থতাজনিত কারনে মৃত্যুবরন করায ওই ইউপির ওই ওয়ার্ডে  নির্বাচন স্থগিত করা হয়েছিল।
গত ২৮ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
শুক্রবার (৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন দেবীদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেন।
তিনি বলেন, ২৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হলেও আমরা চিঠি পেয়েছি ১ মে। ফলে আমরা আপনাদের (সাংবাদিক) বিষয়টি নিশ্চিত করতে পারিনি। ঈদের পর আজ শুক্রবার আপনাদের অবহিত করা হলো।
এদিকে একই দিন দেশের ছয়টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। স্থানীয় সরকারের এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, তবে ১২ নং ভাণী ইউপি নির্বাচনে শুধুমাত্র চেয়ারম্যান পদে নতুন করে মনোনয়নপত্র দাখিলের সুযোগ রয়েছে, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যপদে  নতুন করে মনোনয়ন পত্র জমাদানের কোনো সুযোগ নেই। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
উল্লেখ্য, জেলার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া গত ৬ ফেব্রুয়ারী (রোববার) রাত ১০টার দিকে অর্থাৎ নির্বাচনের পূর্বরাতে মারা যান। এ কারণে এই ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ সব পদে ভোট গ্রহণ তখন স্থগিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা আজহারুল ইসলাম। অপরদিকে গত ইউপি সদস্যদের ভোট গ্রহনের ১২ দিন পর অর্থাৎ ১৯ ফেব্রুয়ারী দিবাগত রাত ১০টায় উপজেলার ১০ নং গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদ’র ৮ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আব্দুর রহিমের মৃত্যু হওয়ায় একই তফসিলে একই দিনে ওই ওয়ার্ডের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন জানিয়েছেন। তিনি আরো জানান গত ১৯ এপ্রিল দিবাগত রাত ১০টায় ৪ নং সুবিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য সুমন খানের মৃত্যুতে ওই ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠানের তফসিল পরবর্তিতে ঘোষণা দেয়া হবে।   
গত ৭ ফেব্রুয়ারী (সোমবার) সপ্তম ধাপে এই নির্বাচন হওয়ার কথা ছিল। ওই প্রার্থীর মৃত্যুতে দেবীদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে তখন ১৪টি ইউনিয়নে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
মো. নুরুজ্জামান ভূঁইয়ার বাড়ি দেবীদ্বার উপজেলার নোয়াগাঁও গ্রামে। তিনি ভানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ছিলেন এবং ১০ নং গুনাইঘর (দক্ষিণ) ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার আব্দুর রহিম মাশিকাড়া গ্রামের মৃত আকমত আলীর পুত্র। তিনি এর আগেও ওই ওয়ার্ডের সদস্য পদে দায়িত্ব পারন করেছিলেন।