ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঢাকলা পাড়ার ক্ষতিগ্রস্ত বর্গা চাষি নাজির মিয়ার পাশে অনুভূতির আহবায়ক, যুবলীগ নেতা আবদুছ ছোবহান খন্দকার সেলিম
Published : Friday, 22 April, 2022 at 12:00 AM, Update: 22.04.2022 12:56:51 AM
ঢাকলা পাড়ার ক্ষতিগ্রস্ত বর্গা চাষি নাজির মিয়ার পাশে অনুভূতির আহবায়ক, যুবলীগ নেতা আবদুছ ছোবহান খন্দকার সেলিমগত ১১ই এপ্রিল কৃষক নজির মিয়ার ৪০ শতক জমির লাউ,মিষ্টি কুমড়া, চাল কুমড়ার গাছ কেটে দেয় দূবৃত্তরা।সকালে ক্ষেতে এহে হাউমাউ করে কান্না কাটি করার ভিডিও ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহলের নজরে আসে। সেই কান্নার ভিডিও অনুভূতি সংগঠননের অনুভূতিতে নাড়া দেয়।
 অনুভূতি র আহবায়ক কুমিল্লা দঃজেলা যুবলীগ নেতা আবদুছ সোবহান খন্দকার সেলিম সহ টীম অনুভূতির সদস্য এইচ এন এম আতিকুল ইসলাম, নুরুল করিম মেহেদী, সালাউদ্দিন টিপু, আনিসুর রহমান,নুরুল বাসার ভুইয়া,মোঃ মাসুম সহ গ্রামের গন্যমান্য ব্যক্তি বর্গ কৃষকের ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেন এবং ২০০০০ নগদ অর্থ দিয়ে সহযোগিতা র হাত বাড়িয়ে দিয়ে কৃষক নাজির মিয়ার পাশে দাঁড়ান।
তিনি বলেন বাংলার প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনা যেখানে 'দেশব্যাপী খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি পড়ে না থাকে সেই আহবান জানান' সেখানে দূর্বিত্তরা উনার আবাদি জমির ফসল নষ্ট করে দেয় এটা অত্যন্ত দুঃখ জনক কাজ।উনি প্রশাসনের নিকট এই নেক্কার জনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।