ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে মাটি বেচতে খাল ভরাট করে সড়ক নির্মাণের অভিযোগ, জরিমানা
Published : Tuesday, 19 April, 2022 at 8:33 PM
দেবীদ্বারে মাটি বেচতে খাল ভরাট করে সড়ক নির্মাণের অভিযোগ, জরিমানাকুমিল্লার দেবীদ্বারে কৃষি জমির মাটি পুড়ছে এক ইউপি চেয়ারম্যানের ইট ভাটায়। ওই ইটভাটায় মাটি সরবরাহের সুবিদার্থে নিয়ম-বহির্ভূতভাবে প্রবাহমান খালে বাঁধ দিয়ে সড়ক নির্মাণ করার অভিযোগ ওঠেছে মাটি ব্যবসায়ি এক যুবলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত যুবলীগ নেতা আমির হোসেন ভূঁইয়া দেবীদ্বার উপজেলার শাকতলা ভূঁইয়া বাড়ির মৃত তোফাজ্জল হোসেনের পুত্র। উপজেলার কুরুইন গ্রামে অবস্থিত ‘ভাই ভাই ব্রিকসের’ মালিক মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হাজী মোঃ ময়নাল হোসেনের কাছে মাটি সরবরাহ করে আসছিলেন তিনি।
ওই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গিয়াস উদ্দিন অভিযান চালিয়ে খাল ভরাট ও ফসলী জমির মাটি কেটে শ্রেণী পরিবর্তন করার অভিযোগে ২০১০ সালের বালু মহাল আইনে মাটি ব্যবসায়ী আমির হোসেন ভূইয়াকে ৭০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। পরে নগদ টাকা পরিশোধে ছাড়া পান তিনি।