‘প্রাথমিকে সমাপনী পরীক্ষা থাকছে না’
Published : Friday, 22 April, 2022 at 12:00 AM
বিদ্যমান ব্যবস্থায় যেভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে নতুন শিক্ষাক্রমে তা থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির। তিনি বলেন, নতুন কারিকুলাম অনুযায়ী আগামীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থাকবে না। তখন ভিন্নভাবে মূল্যায়ন হবে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নে নিয়ে যাওয়া হবে।'
বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এছাড়া চলতি বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে কি না তা পরে জানানো হবে বলেও জানান গণশিক্ষা প্রতিমন্ত্রী।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। দেশব্যাপী তিন ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার (২২ এপ্রিল)। দ্বিতীয় ধাপের পরীক্ষা ২০ মে এবং তৃতীয় ধাপের পরীক্ষা ৩ জুন। দেশের শিক্ষক সংকট মেটাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চলতি বছরের পিইসি-ইবতেদায়ি পরীক্ষা নেওয়া হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, গত দুই বছর করোনার কারণে ক্লাস বন্ধ ছিল। সে কারণে পরীক্ষা নেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ওপর চাপ না বাড়িয়ে ক্লাসভিত্তিক শিখন জ্ঞান যেন অর্জন করতে পারে সেদিকে গুরুত্ব দেওয়া হবে। আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।