ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে ভাঙ্গা কালভার্টে ঝুঁকি নিয়ে চলাচল
Published : Tuesday, 19 April, 2022 at 8:35 PM
দেবিদ্বারে ভাঙ্গা কালভার্টে ঝুঁকি নিয়ে চলাচলকুমিল্লার দেবিদ্বারে রাজামেহার-চুলাশ বাজার সড়কের একটি বক্স কালভার্টের ওপরের অংশে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। অবস্থা এতটাই খারাপ যে গত কয়েক মাস ধরে হালকা ও ভারী যানবাহন চলাচল করতে পারছে না। বিশেষ করে রাতের বেলায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন জানায়, প্রায় তিন মাস ধরে কালভার্টের এ অবস্থা থাকলেও এটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে না কেউ। এছাড়াও কালভার্টের গার্ডারের রড ও পলেস্তারা খসে পড়ে গেছে অনেক আগে। কালভার্টের দুই পাশের রেলিংও ভেঙ্গে গেছে। ঝুঁকিপূর্ণ কালভার্টটি দিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহন যাতায়াত করছে।
রাজামেহার ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, কালভার্টটি পুননির্মাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়টি অবগত করা হয়েছে। কিন্তু কোন কাজ হচ্ছে না।
দেবিদ্বার উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম বলেন, দুই এক দিনের মধ্যে কালভার্টের ভাঙা অংশে স্টীলের স্লাভ বসানো
হবে। পরে  বরাদ্দ হলে কালভার্টটি ভেঙে নতুন করে সংস্কার করা হবে।