ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত
Published : Monday, 3 January, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও জাতীয় সমাজ সেবা দিবস উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।
এতে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী। অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার।
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী সমাজ সেবা কর্মকর্তা আলমগীর সরকার, উপজেলা বে-সরকারি এতিমখানা কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা বাশারত ভুইয়া, উম্মুল কোরআন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক মাওলানা ইউসুফ, মুরাদনগর হিলফুল ফুজুল এতিমখানার পরিচালক মাওলানা মোস্তাফিজুর রহমান, কুড়াখাল কুরুন্ডি শিশু সদন কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা আনম জসিম উদ্দিন চিশতী, দিলালপুর তমিজ উদ্দিন আদর্শ শিশু সদন কমপ্লেক্সের পরিচালক হাফেজ মাওলানা ওবায়েদ উল্লাহ, কাজিয়াতল দারুল কোরআন ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার পরিচালক কাজী ওমর ফারুক খন্দকার, ধনপতিখোলা দারুল গনি শিশু সদন কমপ্লেক্সের পরিচালক মাওলানা সাজ্জাদ হোসেন ফারুকী, রহিমপুর হেজাজিয়া এতিমখানার সিনিয়র শিক্ষক মুফতী বেলায়েত হোসেন, মুরাদনগর মুজাফ্ফারুল উলুম এতিমখানার সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, মুরাদনগর থানার এসআই জালাল উদ্দিন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এসডিএ’র উপ নির্বাহী পরিচালক স্বপন কুমার রায়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রহিমপুর হেজাজীয়া এতিমখানার ছাত্র হাফেজ রিফাতুল ইসলাম ও গীতা পাঠ করেন সমাজ সেবা বিভাগের কারিগরি প্রশিক্ষক মুক্তা রানী দাস।