ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে জাতীয় সমাজসেবা দিবস পালিত
Published : Monday, 3 January, 2022 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
‘মুজিব বর্ষের সফলতা, ঘরে বসেই পাবেন সকল ভাতা’- এ স্লোগানকে সামনে রেখে দেবীদ্বারে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।  
রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের সড়ক প্রদক্ষিণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহেরের পরিচালনায় ও দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক-উন নবী তালুকদারের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন দেবীদ্বার সরকারী শিশু পরিবারের তত্ত্বাবধায়ক আব্দুল কাইয়ুম সরকার, ইউপি সদস্য মোঃ আক্তারুজ্জামান, কাবিলপুর (দেওয়ানগঞ্জ) শিশুসদনের তত্ত্বাবধায়ক হাফেজ মাওলানা আব্দুল মোমেন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু তাহেরের তার প্রতিবেদনে উল্লেখ করেন- সরকারের সামাজিক কার্যক্রমের আওতায় এবার ৪৫টি কার্যক্রমের মধ্যে- শিক্ষা উপবৃত্তিসহ ২৫হাজার ১৮৫জন দুঃস্থ ও অসহায় মানুষ। এর মধ্যে ১৩ হাজার ৬৬৩ জন বয়স্ক মানুষ এবং ৩হাজার ৮৮৯ জন বিধবা ও স্বামী নিগৃহীতা নারীকে নিয়মিতভাবে জনপ্রতি মাসিক ৫শত টাকা হারে ভাতা দেয়া হচ্ছে।
অপরদিকে জনপ্রতি মাসিক ৭৫০ টাকা হারে ৭ হাজার ১৮৭জন প্রতিবন্ধী ভাতা এবং মাসিক ৭৫০ থেকে ১হাজার৩০০ টাকা হারে ২৩১ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে দেয়া হচ্ছে শিক্ষা উপ-বৃত্তি ভাতা। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক বা স্নাতকত্তোর ছাত্র/ছাত্রীদের মাসিক যথাক্রমে ৭ শত, ৮ শত ও ১ হাজার, ১ হাজার ৩শত টাকা হারে বিশেষ ভাতা দেয়া হয়। বেসরকারী এতিমখানায় প্রতিপালিত ৪৪৪জন এতিম শিশুকে মাথা পিছু ২ হাজার টাকা করে ক্যাপিট্যাশন গ্রান্ট পাচ্ছে। এমনকি ১২৯ জন বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর, প্রবীণ ব্যাক্তিদের ৫শত টাকা হারে বিশেষ ভাতা দেয়া হচ্ছে।
১১ জন হিজরা পাচ্ছে ৬শত টাকা করে, বেদে ও অনগ্রসর গোষ্ঠীর ৮৪জন শিক্ষার্থী পাচ্ছেন সরকারের বিশেষ উপবৃত্তি। প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন এর আওতায় এ পর্যন্ত স্বল্প ও দীর্ঘ মেয়াদী ৩১০জনকে প্রশিক্ষণ দেয়া হয়, ১৮০ জনকে এককালিন ব্যবসার পূঁজী হিসেবে ১৮ হাজার করে ৩২ লক্ষ ৪০ হাজার টাকা অনুদান দেয়া হয়।
উপজেলার রোগীকল্যাণ সমিতির মাধ্যমে শুরু হতে এ পর্যন্ত ১৭১ জন দরিদ্র ও অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা হিসেবে ৩লক্ষ ৪২ হাজার টাকা প্রদান করা হয়।উপজেলায় ১৫৯টি নিবন্ধিত সেচ্ছাসেবী সংগঠনের মধ্যে১২৩টি সেচ্ছাসেবী ক্লাব/ সংস্থা, ৩৬টি বেসরকারী এতিম খানায় সমাজ সেবার কল্যাণ পরিষদের মাধ্যমে ২০২১-২০২২্ইং অর্থ বছরে ১৫টি নিবন্ধিত সেচ্ছাসেবী সংগঠনকে ৬ লক্ষ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। চলতি বছরে ৮ হাজার প্রতিবন্ধীকে “সুবর্ণ নাগরিক’ পরিচয় পত্র প্রদান করা হয়।
দূরারোগ্য (ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী) ১১জনকে ৫ লক্ষ ৫০ হাজার টাকা দান করা হয়।
দরিদ্র বিমোচন ও পল্লী সমাজ সেবা কার্যক্রমের আওতায় ১হাজার ৭১২জনকে সুবিধা ভোগী ভাতা ৩ কোটি ৭লক্ষ ২৪ হাজার টাকা বিনিয়োগ করা আছে। এসিডদগ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় ১৪০জন শারীরিক প্রতিবন্ধী সুবিধা ভোগীর মধ্যে ১ কোটি ৮ লক্ষ ৫৪ হাজার টাকা বিনিয়োগ করা হয়। সাইতলা আশ্রায়ন প্রকল্প গ্রামের ২০ ব্রাকে ১ লক্ষ টাকা অনুদান দেয়া হয়।