ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় বীর মুুক্তিযোদ্ধা মিজানুর রহমান খানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
Published : Monday, 3 January, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর পূর্বপাড়া খান বাড়ীর মরহুম লতাফত আলী খানের ২য় ছেলে বীর মুুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান শনিবার দুপুর ১২ টায় ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নানিল্লাহি.....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৬) বছর। তিনি স্ত্রী, ৭ ছেলে, ২ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ এশা কুমিল্লা ছোটরা মধ্যপাড়া মসজিদের সামনে প্রথম জানাজা এবং রবিবার বেলা ১১টায় তার নিজ বাড়ি মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে মুক্তিযোদ্ধা মরহুম মিজানুর রহমান খানকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমার নেতৃত্বে থানা পুলিশের একটি দল। এছাড়া র?্যাবের একটি দলও তাকে গার্ড অব অনার প্রদান করেন। কর্মজীবনে তিনি প্রথমে কুটি স্কুলের শিক্ষক এবং তিতাস কৃষি ব্যাংকের ম্যানেজার ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন মাধবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন, এডভোকেট আবু ইব্রাহিম, সহকারী শিক্ষক মোঃ মোমিন খান, মুক্তিযোদ্ধা যথাক্রমে সিফার খন্দকার, নোয়াব আলী, ওমর ফারুক, খোকন খান, কামাল খান, মরহুমের ছেলে ডাঃ মহিবুসসালাম, সিনিয়র এএসপি বর্তমানে র?্যাব হেডকোয়াটার্সের মিডিয়া অফিসার ইমরান খানসহ এলাকার মুসল্লীবৃন্দ।