ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বই উৎসব ছাড়াই চলছে নতুন বই বিতরণ
Published : Monday, 3 January, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন ||
করোনা মহামারীর কারণে এবছরও হচ্ছে না নতুন বই বিতরণ উৎসব। গত বছর করোনা মহামারীর কারণেও বন্ধ ছিল নতুন বই বিতরণ উৎসব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৭ সালে ক্ষমতা গ্রহণ করার পর থেকে ১ জানুয়ারিকে বই উৎসব দিন হিসেবে ঘোষণা করে। ১ জানুয়ারি প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীরা খালি হাতে স্কুলে গিয়ে বিনামূল্যে অনুষ্ঠানের মাধ্যমে নতুন বই নিয়ে বাড়ি ফিরত। মহামারী করোনার কারণে এ বছর বই উৎসব বন্ধ থাকলেও ভিন্ন প্রক্রিয়ায় চলছে বই বিতরণ।
সরোজমিনে, দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়, বড়ধুশিয়া মাধ্যমিক বিদ্যালয়, চান্দলা মডেল হাই স্কুলসহ অন্যান্য স্কুল ঘুরে দেখা যায় এক দিনে একই সময়ে বই বিতরণ না করে ভিন্ন ভিন্ন সময় ও দিনে আলাদা শ্রেণি কক্ষে বই বিতরণ করা হচ্ছে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহাম্মেদ বলেন, এ বছর বই উৎসব না হলেও সরকারি নিয়ম অনুযায়ী বই বিতরণ চলছে এবং ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীরা অধিকাংশ বই পেয়ে গেছে বাকী কিছু বিষয়ের বই এ সপ্তাহের মধ্যে পেয়ে যাবে।