Published : Saturday, 11 December, 2021 at 12:00 AM, Update: 11.12.2021 12:32:06 AM

নিজস্ব
প্রতিবেদক: ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে সারা দেশের যুবলীগের
নেতা-কর্মীরাই যথেষ্ট’ বলে উল্লেখ করে যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ
সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেছেন, বিএনপি-জামায়াত আবারো মাথাচাড়া
দিয়ে উঠছে। তারা দেশে আবারো জ্বালাও-পোড়াও এবং দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করতে
পারে- তাই দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবলীগ কর্মীদের সক্রিয় থাকতে
হবে।
শুক্রবার (১০ ডিসেম্বর) কুমিল্লা মহানগর যুববলীগের বর্ধিত সভায়
প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিকেলে নগরীর রামঘাটস্থ মহানগর
আওয়ামী লীগের কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শেখ ফজলে নাঈম বলেন-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যই বাংলাদেশ আওয়ামী
যুবলীগের কার্যক্রম। বিএনপি-জামায়াতকে ঠেকানোর জন্য যুবলীগই যথেষ্ট। তাদের
নৈরাজ্য রুখে দিতে যুবলীগ কর্মীদের সজাগ থাকতে হবে।
বর্ধিত সভায়
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক
মশিউর রহমান চপল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক
এহতেশামুল হাসান ভূইয়া রুমি, সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য
অধ্যাপক জাহাঙ্গীর আলম, মোঃ এহসানুল হক, মোঃ শাহাদাত হোসেন, মোঃ জসিম
উদ্দিন, মোঃ রাকিব উদ্দিন, মোহাম্মদ ইসমাইল।
বর্ধিত সভায় সভাপতিত্ব
করেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান
আবদুল্লাহ আল মাহমুদ সহিদ। সভা পরিচালনা করেন মহানগর যুবলীগের যুগ্ম
আহ্বায়ক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল
আমিন সাদী।