ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অভিনেত্রী আনোয়ারার স্বামীকে রাষ্ট্রীয় মর্যাদায় চান্দিনায় দাফন
Published : Saturday, 11 December, 2021 at 12:00 AM, Update: 11.12.2021 12:31:41 AM
অভিনেত্রী আনোয়ারার স্বামীকে রাষ্ট্রীয় মর্যাদায় চান্দিনায় দাফনরণবীর ঘোষ কিংকর: বাংলাদেশ চলচিত্রের জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারার স্বামী বীর মুক্তিযোদ্ধা মুহিতুল ইসলাম ফকির এর মরদেহ তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায় দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে কফিনবাহী এ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের শব্দলপুর গ্রামের আনা হয়। জুম্মার নামাজের পর ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মার্যাদা ও নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকায় মোড়ানো কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক প্রমুখ।
পরে শব্দলপুর গ্রামের পারিবারিক করবস্থানে সমাহিত করা হয় বীর মুক্তিযোদ্ধা মুহিতুল ইসলাম ফকির এর মরদেহ।
এর আগে, বৃহস্পতিবার দিনগত রাত ৩টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মরহুম মুহিতুল ইসলাম ফকির ১৯৫২ সালের ১৭ জানুয়ারী চান্দিনার বাতাঘাসী ইউনিয়নের শব্দলপুর গ্রামের সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম ফজলুর রহমান ফকির। ছয় ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। ১৯৭২ সালে মুহিতুল ইসলাম ফকির এর সাথে একই জেলার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ হরিপুর গ্রামের প্রখ্যাত অভিনেত্রীর সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হন। দাম্পত্য জীবনে রুমানা রাব্বানি মুক্তি নামে তাদের একমাত্র কন্যা সন্তান রয়েছে।
২০১৭ সালের ১৩ জুলাই প্রখ্যাত এই অভিনেত্রীর স্বামী মুহিতুল ইসলাম ব্রেন স্টোক করেন। পরে রাজধানীর আগারগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঐ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ৩০ লাখ টাকা অনুদান দেন।