
অ্যাশেজের
প্রথম টেস্টে আধিপত্য ধরে রেখে অস্ট্রেলিয়া। প্রথম দিন ইংল্যান্ডের ১৪৭
রানের পর দ্বিতীয় দিন শেষে বড় লিড নিয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে অজিদের
সংগ্রহ দাঁড়িয়েছে ৭ উইকেটে ৩৪৩ রানে। অস্ট্রেলিয়া এগিয়ে আছে ১৯৬ রানে।
গ্যাবায় ইতিহাস রচনার মতো ঘটনা ছিল দ্বিতীয় দিনও। অ্যাশেজের তৃতীয় দ্রুততম সেঞ্চুরি তুলে নিয়েছেন বামহাতি ট্রাভিস হেড।
১০
রানে মার্কাস হ্যারিসের উইকেট পড়ার পর দিনের প্রথম প্রতিরোধ আসে মার্নাস
লাবুশেন ও ডেভিড ওয়ার্নারের ব্যাটে। ১৫৬ রানের এই জুটি ভাঙে জ্যাক লিচের
কল্যাণে। লাবুশেন ৭৪ রানে ফিরেছেন। স্টিভেন স্মিথ ১২ রানের বেশি করতে
পারেননি।
ডেভিড ওয়ার্নার (৯৪) সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থেকে ফিরলেও
তাতে ছিল ভাগ্যের ছোঁয়া।। একবার স্টোকসের নো বলে বোল্ড হয়েছেন, আরেকবার
তার ক্যাচ ফেলেছেন রোরি বার্নস! তার পরেও সেঞ্চুরি পাননি এই ওপেনার।
ওয়ার্নারের
পরের বলে ক্যামেরন গ্রিনও বিদায় নিলে তখন ভীষণ চাপে ছিল অস্ট্রেলিয়া। লিডও
তখন ছিল মাত্র ৪৮। সেখান থেকে লিড বাড়তে থেকে হেডের একার লড়াইয়ে। দিন শেষে
তিনি অপরাজিত আছেন ১১২ রানে। তার সঙ্গে ক্রিজে আছেন মিচেল স্টার্ক (১০)।
দ্রুততম সেঞ্চুরি তুলতে ৮৫ বল খেলেছেন হেড। ১১২ রানের অপরাজিত থাকা ইনিংসে ১২টি চারের সঙ্গে মেরেছেন দুটি ছয়!
ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৪৮ রানে তিনটি উইকেট নিয়েছেন পেসার ওলি রবিনসন। একটি করে নেন ক্রিস ওকস, জ্যাক লিচ, জো রুট ও মার্ক উড।