ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত
Published : Thursday, 9 December, 2021 at 1:21 PM
অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী করোনায় আক্রান্তকরোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বার্নাবি জয়েস। রাষ্টীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তার দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। খবর বিবিসির।

তবে বার্নাবি জয়েস বলছেন, তার বিশ্বাস গত সপ্তাহে তিনি যুক্তরাজ্যে সফরের সময়ই করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি আইসোলেশনে আছেন। এছাড়া তার দেহে করোনার মৃদু সংক্রমণ দেখা গেছে।

বুধবার ওয়াশিংটন ডিসিতে ভ্রমণের আগে লন্ডনে ডমিনিক রাব, গ্র্যান্ট শ্যাপসসহ বেশ কয়েকজন ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন জয়েস।

তার কারণে অন্যদের দেহে সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। এখন পর্যন্ত তিনি ছাড়া অস্ট্রেলিয়া সরকারের আর কোনো মন্ত্রী বা প্রতিনিধির দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়নি বলে জানা গেছে।

জয়েস বলেন, তিনি যখন যুক্তরাজ্য ছাড়েন তখনও তার দেহে করোনার নেগেটিভ রিপোর্ট এসেছিল। কিন্তু এরপর যখন তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছান তারপর থেকেই তার কিছুটা ক্লান্ত লাগছিল এবং পায়ে ব্যথা হচ্ছিল।