Published : Wednesday, 8 December, 2021 at 12:00 AM, Update: 08.12.2021 1:05:19 AM

নিজস্ব প্রতিবেদক: চতুর্থ ধাপে কুমিল্লার ৩ উপজেলার ২৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ দেয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামেন প্রার্থীরা। প্রতীক পেয়ে প্রার্থী-সমর্থক ও নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ দেখা দিয়েছে। বিশেষ করে মেম্বার প্রার্থীদের প্রচার প্রচারণায় এখন সগরম কুমিল্লা সদর, চৌদ্দগ্রাম ও ব্রাক্ষনপাড়া উপজেলার পাড়া মহল্লা। এসব ইউপিতে ভোট গ্রহণের দিন আগামী ২৬ ডিসেম্বর।
এদিকে চতুর্থ ধাপে কুমিল্লার ৩ উপজেলার ৬ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় নৌকা প্রতীকের ৩ প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। অপরদিকে চৌদ্দগ্রাম উপজেলায় বিনাভোটে নির্বাচিত হয়েছেন দুই নৌকার প্রার্থী। ব্রাক্ষণপাড়া উপজেলার ৮ ইউনিয়নে কেউই বিনাভোটে নির্বাচিত হননি। এ তিন উপজেলার বাকি ২০ ইউপিতে মোট ১২৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন।
এছাড়া কুমিল্লা সদর উপজেলায় ৪ জন ইউপি মেম্বার ও ১ জন সংরক্ষিত মহিলা মেম্বার এবং চৌদ্দগ্রামে ৪ জন ইউপি মেম্বার ও ৪ সংরক্ষিত মহিলা মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চতুর্থ ধাপে জেলার ৩ উপজেলার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর। সদর উপজেলা ৬ ইউনিয়নের মধ্যে ৪ টিতেই চেয়ারম্যান পদে বিনাভোটে বিজয়ী হয়েছেন তিন নৌকার প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ‘নৌকা’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন ২নং দূর্গাপুর (উত্তর) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৩নং দূর্গাপুর (দক্ষিন) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ মো.আমিনুল হক এবং ৬ নং জগন্নাথপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ মামুনুর রশিদ মামুন। ৫ নং পাঁচথুবী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল নৌকা প্রতীক পেলেও মনোনয়ন পত্র দাখিল করেননি। এ ইউনিয়নে কোন প্রতিদ্বন্দ্বি না থাকাতে একমাত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান রাফি রাজু স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন।
এ উপজেলার ১নং কালিরবাজার ইউনিয়রন ও ৪ নং আমড়াতলী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কালিরবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মো. সেকান্দর আলী (আনারস), নৌকা প্রতীকের প্রার্থী এলাকায় নতুন মুখ নূরুল ইসলাম নূর, স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সেক্রেটারী আবদুল হক (ঘোড়া) ও সাবেক চেয়ারম্যান মরহুম আলী আহাম্মদ পুত্র কামাল হোসেন (মটর সাইকেল)। আমড়াতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মোজাম্মেল হক, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ও রুবেল আহম্মেদ।
চৌদ্দগ্রাম :
চৌদ্দগ্রাম উপজেলা ১২ ইউনিয়নের মধ্যে দুইটিতে নৌকার প্রার্থীরা বিনাভোটে নির্বাচিত হয়েছেন তারা হলেন- শ্রীপুর ইউনিয়নে শাহ জালাল মজুমদার ও ঘোলপাশা ইউনিয়নে এ কে খোকন। এ উপজেলার অপর ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীসহ মোট ৫৫জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। কয়েকটি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন বেশ কয়েকজন।
ব্রাহ্মণপাড়া :
অপর দিকে ব্রাক্ষনপাড়া উপজেলার ৮ ইউনিয়নের কোন ইউনিয়নেই চেয়ারম্যান ও মেম্বার পদে কেউ বিনা ভোটে নির্বাচিত হননি। ৮ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সহ মোট ৬৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রায় সবকটিতে রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।