ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রাইভেটকারের ধাক্কায় সৌদি আরবে কুমিল্লার ছেলে সোহেলের মৃত্যু
Published : Tuesday, 7 December, 2021 at 6:53 PM
প্রাইভেটকারের ধাক্কায় সৌদি আরবে কুমিল্লার ছেলে সোহেলের মৃত্যুসৌদি আরবের রিয়াদে প্রাইভেটকারের ধাক্কায় কুমিল্লার ছেলে সোহেল (২৬) নিহত হয়েছেন। সোহেল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ধনপুর গ্রামের বাসিন্দা। সে আব্দুল লতিফের ছেলে। মৃত্যুর খবরে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল তিন বছর আগে সৌদি আরবে যান। সৌদি আরবের রিয়াদে একটি কফি হাউজে চাকুরি করতেন। সোমবার রাতে (৬ ডিসেম্বর) সোহেল ডিউটি শেষে বাসা ফিরছিলেন। রিয়াদ শহরের অদূরে আতিকা ইশারা সিগন্যাল নামক এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় আহত হন। গুরুতর আহত অবস্থায় সোহেলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
নিহতের পিতা আব্দুল লতিফ জানান, সোহেলের বৈবাহিক জীবনে এক বছর বয়সের একটি মেয়ে রয়েছে।