Published : Wednesday, 8 December, 2021 at 12:00 AM, Update: 08.12.2021 1:05:23 AM

নিজস্ব
প্রতিবেদক: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘বিজয় পথে পথে’ শিরোনামে আজ
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে আঞ্চলিক
মহাসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কুমিল্লা শত্রুমুক্ত হওয়া
দিবস উপলক্ষ্যে ৮ ডিসেম্বর কুমিল্লা বীরচন্দ্র গণ-পাঠাগারে (টাউন হল) এ
আয়োজন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন
বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৭ চান্দিনা আসনের সংসদ
সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণগোপাল দত্ত, কুমিল্লার পুলিশ
সুপার ফারুক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লার জেলা প্রশাসক
মোহাম্মদ কামরুল হাসান।
কুমিল্লা শত্রুমুক্ত দিবসে মহান স্বাধীনতার
সুবর্ণজয়ন্তী উদ্যাপনের এই আয়োজনে উপস্থিত থাকার জন্য সাদরে আমন্ত্রণ
জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।