ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জোনায়েদ সাকির
Published : Wednesday, 8 December, 2021 at 12:00 AM, Update: 08.12.2021 1:04:57 AM
ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জোনায়েদ সাকিরনিজস্ব প্রতিবেদক: মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪১ তম জন্ম বার্ষিকী ও ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল কুমিল্লায় গণসংহতি আন্দোলনের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্ণারে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন এর প্রধাণ সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি তার বক্তব্যে বলেন, মওলানা ভাসানী মানুষের মুক্তির সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত লড়ে গেছেন। ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তর ছাড়া মানুষের মুক্তির দ্বিতীয় কোন পথ নেই। গণসংহতি আন্দোলন এ লড়াইয়ের সূচনা করেছে। তিনি উপস্থিত সকলকে ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরের লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
গণসংহতি আন্দোলন সদর দক্ষিণের আহ্বায়ক মাহবুবুর রহমান মজুমদারের সঞ্চালনায় সূচনায় বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের কুমিল্লা জেলা কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান লিটন। বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, ডঃ মোসলেহ উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন ভাসানী অনুসারি পরিষদ, কুমিল্লার সভাপতি ডাঃ হেদায়েত উল্লাহ। এছাড়াও স্মরণসভায় ভাসানি অনুসারী পরিষদ ও গণসংহতি আন্দোলন কুমিল্লা জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।