ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং দরবার শরীফের মাহফিল ৯ ডিসেম্বর
Published : Wednesday, 8 December, 2021 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি : প্রখ্যাত অলিয়ে কামেল হযরত আল্লামা শাহ্ মোঃ মনোহর আলী আউলিয়া (রঃ) এর আত্মার খুশনুদী উপলক্ষে কুমিল্লার বুড়িচং দরবার শরীফের ৫৬ তম বাৎসরিক ঈসালে সাওয়াব মাহফিল আগামী ৯ ডিসেম্বর বুড়িচং দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বর্তমান গদ্দিনিশীন পীর আলহাজ্ব হযরত মাও. শাহ মোঃ আব্দুল জব্বার পীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমেদ্বীন আল্লামা ড. কাফিল উদ্দীন সরকার সালেহী। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন ড. মুফতি এহছানুল হক জিহাদী আল- মোজাদ্দেদীসহ দেশ রবেণ্য অন্যান্য ওলামায়ে কেরাম ও পীর মাশায়েকগণ তশরিফ আনিবেন ।