ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চট্টগ্রাম বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর ল্যাব স্থাপন করছে কুমিল্লা মডার্ণ হসপিটাল
Published : Wednesday, 8 December, 2021 at 12:00 AM
চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশগামীদের  (কোভিড-১৯) করোনা সনাক্তকরণে র‌্যাপিড পিসিআর ল্যাব স্থাপনের অনুমতি পেল মডার্ণ হসপিটাল। জরুরী ভিক্তিতে বিদেশগামী যাত্রীদের (সংযুক্ত আরব আমিরাত) করোনা সনাক্তকরনের জন্য র‌্যাপিড পিসিআর ল্যাব স্থাপনের উদ্দেশ্যে গত ১৬ নভেম্বর তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এর সভাপতিত্বে আয়োজিত সভায় দেশের ১৭টি প্রাইভেট হাসপাতাল অংশ গ্রহণ করে পিসিআর ল্যাব স্থাপনে তাদের আগ্রহের কথা ব্যক্ত করে। ১৭টি প্রতিষ্ঠানের আবেদন যাচাই বাছাই করে গত ৫ ডিসেম্বর হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রামে র‌্যাপিড পিসিআর ল্যাব স্থাপনের অনুমতি প্রদান করে কুমিল্লা মডার্ণ হসপিটালকে। উল্লেখ্য, কুমিল্লা মডার্ণ হসপিটাল সহ চট্টগ্রামের ১টি এবং ঢাকার ২টি হসপিটাল র‌্যাপিড পিসিআর ল্যাব স্থাপনের অনুমতি পেয়েছে।
এ ব্যাপারে মডার্ণ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান বলেন, করোনা মহামারিতে স্বাস্থ্যখাতে আমরা সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছি। করোনা সনাক্তকরণে প্রাইভেট সেক্টরে আমরা কুমিল্লায় সর্বপ্রথম জঞ-চঈজ ল্যাব স্থাপন করে রোগী এবং প্রবাসীদের কোভিড-১৯ পরীক্ষা করছি। প্রতিদিন বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী জেলা সমূহ থেকে প্রবাসীরা এসে কোভিড-১৯ পরিক্ষা করে পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে।
দ্রুততম সময়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে র‌্যাপিড পিসিআর ল্যাব স্থাপন করে বিদেশগামীদের (সংযুক্ত আরব আমিরাত) কোভিড-১৯ সনাক্তকরনের কাজ শুরু হবে বলে তিনি জানান।