ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীর বিদায় সংবর্ধনা
Published : Wednesday, 8 December, 2021 at 12:00 AM
ফেরদৌস মাহমুদ মিঠুঃ
বাংলাদেশ রেলওয়ের কুমিল্লা ষ্টেশনে কর্মরত পি ম্যান সফিক উল্লাহর চাকুরী জীবন সমাপ্তির কারণে গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লা রেলওয়ে ষ্টেশনে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার কুমিল্লা রেলওয়ে ষ্টেশন মাষ্টার মাহবুবুর রহমানের সভাপতিত্বে তার অফিস কক্ষে কর্মরত সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা রেলওয়ের ট্রাফিক বিভাগ থেকে সদ্য অবসরে যাওয়া পি-ম্যান সফিক উল্লাহর অবসরে যাওয়ায় তার সম্মানে এক বিদায় সংবর্ধনার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন আহাম্মদ আলী এস,এস,এই, সিগন্যাল,কুমিল্লা    বিশেষ অতিথি ছিলেন সহকারী ষ্টেশন মাষ্টার কুমিল্লা রাফাতুল ইসলাম ও আতিকুল ইসলাম।
এসময় রেলওয়েতে কর্মরত থাকাকালীন তার দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রশংসা করে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ষ্টেশন মাষ্টার মাহবুবুর রহমান, রেজাউল করিম এম,এস সিগন্যাল কুমিল্লা, সঞ্জয়, বুকিং সহকারী কুমিল্লা, আব্দুল আউয়াল, সিগন্যাল কুমিল্লা, রুবেলসহ প্রমুখ।
ষ্টেশন মাষ্টার মাহবুবুর রহমান তার বক্তব্যে সদ্য অবসরে যাওয়া সফিক উল্লাহর সুস্বাস্থ্য কামনাসহ দীর্ঘ জীবনে রেলওয়েতে কর্মরত থাকাকালীন তার কর্তব্যের প্রশংসা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ মঞ্জুরুল ইসলাম এসআই আরএনবি কুমিল্লা। কোরআন তেলওয়াত করেন প্রধান বুকিং জসিম উদ্দিন।