ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবিতে প্রতি আসনে লড়বে ৪০ জন
Published : Monday, 6 December, 2021 at 8:07 PM
কুবিতে প্রতি আসনে লড়বে ৪০ জনকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ৪০ জন শিক্ষার্থী। রোববার রাত ১১ টা ৫৯ মিনিটে আবেদনের সময়সীমা শেষ হয়েছে।  
তিন ইউনিটে মোট ১ হাজার ৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ৩২৪ শিক্ষার্থী। 

বিষয়টি নিশ্চিত করে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য সচিব পার্থ চক্রবর্তী বলেন, গতকাল রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আমরা আবেদনের সুযোগ দিয়েছি। এরপরেও আমরা ফাইনালি একবার মোট আবেদন গণনা করব।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, সার্ভার জটিলতার কারণে আমরা গতকাল পর্যন্ত আবেদনের সময় বৃদ্ধি করেছিলাম। পাশাপাশি যারা দুইবার টাকা পেমেন্ট করেছে তাদের তালিকা তৈরি করেছি। আমরা সেটা ফেরত দেব। 

তিনি আরও বলেন, আগামীকাল মঙ্গলবার ভর্তি পরীক্ষা কমিটির মিটিং আছে। সেখানে ফল প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।