দুই পেনাল্টি মিস ও লাল কার্ডের ম্যাচে কেউ জেতেনি
Published : Monday, 6 December, 2021 at 7:26 PM
আগের দুই ম্যাচের মতো আজ (সোমবার) সাবলীল ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ সেনাবাহিনী। স্বাধীনতা কাপে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে শুরুতেই চোটের কারণে অধিনায়ক শাহিনুলকে হারায় তারা। ওই ধাক্কার সুযোগ কাজে লাগয়ে চার বিদেশি নিয়ে চড়াও হয়ে গোল আদায় করে নেয় মুক্তিযোদ্ধা সংসদ। এরপর বিরতির পর দুই দলই পেনাল্টি ভাগ্য থেকে লক্ষ্যভেদ করতে ব্যর্থ। যদিও শেষ দিকে সেনাবাহিনী সমতায় ফেরে। শেষ পরযন্ত ১০ জন নিয়ে খেলে ১-১ গোলের ড্রতে সার্ভিসেস দলটি নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে।
‘সি’ গ্রুপ থেকে ৬ পয়েন্ট নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের শেষ আটে ওঠা নিশ্চিত। মোহামেডান যদি ক্রুসিয়ানির দলের সঙ্গে হেরে যায় তাহলে নকআউট পর্বে যাবে সেনাবাহিনী। ড্র হলেও তাদের থাকবে সম্ভাবনা। আর সাদা-কালোরা জিতলে সাইফের সঙ্গী হবে তারাই।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দিনভর বৃষ্টি। এর মধ্যেই স্বাধীনতা কাপের খেলা হয়েছে। যদিও কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে প্রথমার্ধে বল ভাসতে দেখা যায়। যে কারণে স্বাভাবিক খেলাতে কিছুটা ছন্দপতন হয়েছে।