ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে ১২ জেলে নিখোঁজ
Published : Monday, 6 December, 2021 at 6:22 PM
জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে ১২ জেলে নিখোঁজভোলায় বঙ্গোপসাগর মোহনায় জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। সোমবার ভোরে ডুবে যাওয়া ওই ট্রলারের ২১ জেলের মধ্যে নয় জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ১২ জেলে নিখোঁজ রয়েছেন। চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, নিখোঁজদের সন্ধানে পুলিশ, কোস্টগার্ড ও নৌ পুলিশ কাজ করছে।

জীবিত ও নিখোঁজ জেলেরা ভোলা সদর উপজেলার ইলিশ ইউনিয়ন এবং চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর, নুরাবাদ ও আহমেদপুর ইউনিয়নের বাসিন্দা।

আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান প্রিন্স জানান, রবিবার বিকালে ওই ইউনিয়নের কামাল খন্দকারের একটি ট্রলার নিয়ে বাচ্চু মাঝির নেতৃত্বে ২১ জেলে আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর শিবা গ্রাম থেকে সাগর মোহনার উদ্দেশ্যে রওনা হন। সোমবার ভোরের দিকে ঢালচর ইউনিয়নের দক্ষিণে সাগর মোহনায় একটি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

তিনি আরও জানান, ডুবে যাওয়া ট্রলারের পাশ দিয়ে যাওয়া অন্য আরেকটি ট্রলার নয় জনকে জীবিত উদ্ধার করে।