ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ছুটি মঞ্জুর, নিউজিল্যান্ড যাচ্ছেন না সাকিব
Published : Monday, 6 December, 2021 at 3:59 PM
ছুটি মঞ্জুর, নিউজিল্যান্ড যাচ্ছেন না সাকিবসাকিবকে রেখেই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু দল ঘোষণার ঘণ্টাখানেক পর জানা গেলো ‘পারিবারিক কারণ’ দেখিয়ে ছুটি চেয়ে আবেদন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেই ছুটি অবশেষে মঞ্জুর করেছে বিসিবি। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।

সাকিবের ছুটি কি মঞ্জুর করা হয়েছে,? এমন প্রশ্নে বোর্ড সভাপতি বলেছেন, ‘অবশ্যই মঞ্জুর করা হয়েছে।’ এ নিয়ে তিনবারের মতো নিউজিল্যান্ড সফর মিস করছেন সাকিব। ২০১৯ সালে প্রথমবার চোটের কারণে সফরে যেতে পারেননি। চলতি বছর দ্বিতীয়বার একই সফর মিস করেন পারিবারিক কারণে। একই কারণে এবারও তার যাওয়া হচ্ছে না। 

বোর্ড সভাপতি আরও বলেছেন, ‘যার বিশ্রাম দরকার, তাকে তো বিশ্রাম দিতেই হবে। গুরুত্বপূর্ণ খেলোয়াড় হোক আর সাধারণ খেলোয়াড়। ওর (সাকিব) ব্যাপারটা ভিন্ন। ও তো আর ইনজুরিতে না। পারিবারিক কারণে সে ছুটি চেয়েছে।’