Published : Sunday, 5 December, 2021 at 12:00 AM, Update: 04.12.2021 11:22:13 PM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের
এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন , জাতির শ্রেষ্ঠ
অর্জনগুলো এসেছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার হাত ধরে। বঙ্গবন্ধু স্বপ্ন
বাস্তবায়নে কাজ করছেন শেখ হাসিনা। আজকে শেখ হাসিনার আমলে আমরা যে
স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছি বঙ্গবন্ধু ১৯৭৩ সালে বেতবুনিয়া ভূ-উপগ্রহ
কেন্দ্র স্থাপন করে সেই স্বপ্ন দেখেছিলেন। শেখ হাসিনা টিকে থাকলে ২০৪১
সালের আগেই আমরা সমৃদ্ধ দেশে পরিনত হব। সবায় দোয়া করবেন শেখ হাসিনা যেন
দীর্ঘায়ু লাভ করেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কর্মী হিসেবে অন্যায়ের
সাথে আপোষ করতে পারি না বলে অনেকে পছন্দ করেন না। ষড়যন্ত্র মোকাবেলা করে
মানুষের জন্য কাজ করতে হচ্ছে। নেত্রী কুমিল্লা টাউন হল মাঠের জনসভায় ঘোষনা
দিয়েছিলেন কুমিল্লা নামে বিভাগ দিবেন। কিন্ত কুমিল্লার কিছু কু নেতা বিভাগ
নিয়ে ষড়যন্ত্র করছে। আমি বিশ^াস করি বঙ্গবন্ধুর কন্যার কাছে ন্যায় দাবি
নিয়ে কেউ খালি হাতে ফিরে না। তিি কুমিল্লা নামেই বিভাগ দিবেন। যতই ষড়যন্ত্র
করুক মহানগর আওয়ামী লীগের অফিস উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর
মাধ্যেমে দেশের ১৬ কোটি মানুষ দেখেছে নেত্রী আমাকে কতটা স্থেহ করেন। অনেকে
বঙ্গবন্ধু ও দলের নাম বিক্রি করে চলেন,নিজের ফায়দা লুটেন। আমি তাদের মতো
বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম বিক্রি করে খাইনি বলেই তিনি আমাকে এত স্থেহ
করেন। গতকাল শনিবার দুপুরে কুমিল্লা কেন্দ্রিয় সমবায় ব্যাংকের বার্ষিক
সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।
কুমিল্লা কেন্দ্রিয় সমবায় ব্যাংকের সভাপতি কাজী নাজমুস সা’দাত এডভোকেট এর সভাপতিত্বে
অনুষ্ঠানে
প্রধান বক্তা ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সর্ম্পকীয় স্থায়ী কমিটির
চেয়ারম্যান ও বিরোধী দলীয় হুইপ রওশন আরা মান্নান এমপি।
আরও বক্তব্য
রাখেন কুমিল্লা কেন্দ্রিয় সমবায় ব্যাংকের সহ-সভাপতি আলহাজ¦ সিরাজুল হক,
সরকার মনোনীত সদস্য ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমবায়ী আবদুস ছাত্তার। এসময় কুমিল্লা কেন্দ্রিয়
সমবায় ব্যাংকের সরকার মনোনীত সদস্য
তারিকুর রহমান জুয়েল,নির্বাহী
কর্মকর্তা শরিফুল ইসলাম ভূঁইয়া সহ সমবায় ব্যাংকের সদস্য রাজনৈতিক
ব্যক্তিবর্গ ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।