ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ফুটবলার লেভান্ডোভস্কি
Published : Friday, 26 November, 2021 at 12:00 AM
টানা দ্বিতীয়বারের মত বর্ষসেরা ফুটবলার হলেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভান্ডোভস্কি। ফুটবলের পরিসংখ্যান ও ইতিহাস নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা আইএফএফএইচএস এর মতে, শুধু এই মুহুর্তে নয়, গত দুইবছর ধরেই বিশ্বের সেরা ফুটবলার রবার্ট লেভান্ডোভস্কি।
লেভান্ডোভস্কির নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির (১০৫ পয়েন্ট) চেয়ে বিস্তর ব্যবধান রেখে জিতেছেন লেভানডফস্কি (১৫০)। ২০২০ সালেও এই পুরস্কার জিতেছেন তিনি।
গতবছর ব্যাল ডি'অর জেতারও সবচেয়ে কাছাকাছি ছিলেন এই মিউনিখ তারকা, তবে করোনা মহামারীর কারণে অনুষ্ঠনটিই স্থগিত হয়ে যায়। এবারও এই পুরস্কার জেতায় অনেকে মনে করছেন অধরা ব্যালন ডি’অর হয়তো এবার ধরা দেবে লেভানডফস্কির হাতে।